চলন্ত ট্রেনে মা'থা বের করে প্রা'ণটাই হারালেন ঢাবির ছাত্র আদর
চলন্ত ট্রেন থেকে ছিট'কে মাহাবুব আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র মা'রা গেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ মা'র্চ) সকালে পাবনার জে'লার পাকশি সেতুতে এই ঘটনা ঘটে।
নি'হত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মা'র্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্ম'দ মুহসীন হলের ১০০৬ নম্বর কক্ষে থাকতেন।
নি'হত মাহাবুব আদরের চাচা ফরহাদ বলেন, মাহাবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল।
ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুতে ট্রেনটি ওঠার পর জানালা দিয়ে মা'থা বের করছিল। তখন সেতুর রেলিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে মা'রা গেছে। তার পরিবারের সদস্যরা সেখানে গেছে। সন্ধ্যার দিকে তাকে নিয়ে আসবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্ম'দ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। খুবই দুঃখজনক যে আমাদের একজন শিক্ষার্থী আমাদের ছেড়ে চলে গেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করছি।